দামুড়হুদায় সিরাক কর্তৃক গাছ কাটার সময় গ্রামবাসির প্রতিরোধ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দলকা লক্ষ্মীপুরের রাস্তার দু ধারে বেড়ে ওঠা ছোট-বড় গাছগুলো অবৈধভাবে কেটে নেয়ার সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়েছে সিরাক নামের এনজিও সংস্থা। গ্রামবাসীর অভিযোগ গাছ না লাগিয়েও গাছের মালিক বলে দাবিদার সিরাক নামের ওই নামসর্বস্ব এনজিও সংস্থাটি দামুড়হুদা উপজেলার বিভিন্ন সড়কের দু ধারের গাছ অবৈধভাবে কেটে সাবাড় করার মহোৎসবে মেতে উঠেছে। ওই সংস্থাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার দলকালক্ষ্মীপুর গ্রামের টুকুমারার মাঠের রাস্তার দু ধারের গাছ কাটার সময় গ্রামবাসীর প্রতিরোধে মুখে পড়ে ওই এনজিও সংস্থার লোকজন। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রতিনিধি ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম ঘটনাস্থলে পৌঁছে কাছ কাটা বন্ধ করে দেন এবং কেটে ফেলা প্রায় ৩ লক্ষাধিক টাকার গাছ পুলিশি হেফাজতে নেয়ার নির্দেশ দেন।
এলাকাবাসী জানায়, লক্ষীপুর গ্রামের লুৎফর মোল্লা এবং গোপালপুরের নূরার দু ছেলে রহিম ও বক্তিয়ার। তারা গ্রামবাসীকে ভূয়া কাগজপত্র দেখিয়ে গত বৃহস্পতিবার থেকে ওই রাস্তার দু ধারের গাছ কাটা শুরু করে। গত ৩ দিনে তারা মহানিম, শিশু, দেশি নিম, জামসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ৩ লক্ষাধিক টাকার ৪৫টি গাছ কেটে সাবাড় করে। গতকাল তারা আবারও ওই রাস্তার গাছ কাটতে এলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল।