দামুড়হুদায় যক্ষ্মা বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপের যক্ষ্মা বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের কমিউনিটি ক্লিনিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন অফিসের আয়োজনে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কনসালটেন্ট ডা. রতন কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আ. বাতেন জোয়ার্দ্দার, এসএলটি আব্দুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, আ. লীগ নেতা শাহজাহান আলী, ছাত্রলীগ নেতা বিপ্লব প্রমুখ।