দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ভেজাল হলুদ ব্যবসায়ীর জরিমানা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪ ভেজাল হলুদ ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত ওই ৪ ভেজাল হলুদ ব্যবসায়ী হলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আরামডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে কবির হোসেন (৪৫), একই উপজেলার কুড়–লগাছি গ্রামের নবাব আলীর ছেলে মনিরুল (২৫), সদাবরি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সমসের আলী (৪০) এবং কুষ্টিয়া দৌলতপুরের খলিশাকু-ু গ্রামের চাঁদ আলীর ছেলে সেলিম (৩২)।
জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস গোপন সংবাদ পেয়ে গত রোববার রাত ৯টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টস মোড়স্থ আব্দুল্লাহ চিড়া ও মসলার মিলে বেজালবিরোধী অভিযান পরিচালনা করেন এবং মিলের মধ্যে কাঠ ও ধানের গুড়া মিশিয়ে ভেজাল হলুদ তৈরি করা অবস্থায় মিলমালিক কবিরসহ ৪ জনকে আটক করেন। গতকাল  সোমবার সকালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান অভিযুক্তদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। আটক ওই ৪ ভেজাল হলুদ ব্যবসায়ী জরিমানার টাকা নগদে পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।