দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৪ গাঁজাসেবনকারীর জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪ গাঁজাসেবনকারীর ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪৫), একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আবু সাইদ (৩৫), ধান্যঘরার নওশেক আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩২) এবং হরিশচন্দ্রপর নুতনগ্রামের মৃত ওসমান গনির ছেলে ইস্রাফিল হোসেন (৩০) গতকাল শুক্রবার সকালে কুড়ুলগাছি পশ্চিমপাড়ার আজিজুলের বাড়িতে গাঁজাসেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এবং গাঁজাসেবনকরা অবস্থায় ওই ৪ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ৪ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারায় প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালক পরিচালনা কাজে সহযোগিতা করেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।