দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে সোনালী ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সড়কে মাটি ফেলে দুর্ঘটনা সৃষ্টির অপরাধে সোনালী ইটভাটার মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা কদমতলাস্থ সোনালী ইটভাটায় মাটি বহনকালে চিৎলা হাসপাতাল মোড় থেকে চিৎলা কদমতলা পর্যন্ত পিচরোডের ওপর মাটি পড়ে চলাচলের সমস্যার সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হয়ে যাওয়া বৃষ্টিতে পিচরোডে পড়ে থাকা ওই কাদামাটি পিচ্ছিল হয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে ওই সড়ক দিয়ে আসা একাধিক মোটরসাইকেল চালককে পিচরোডে আচড়ে পড়তে দেখা যায়। বিষয়টি জানার পর দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সোনালী ইটভাটার ম্যানেজারসহ মোট ৬ জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা মডেল থানার এসআই আমজাদ হোসেন ও নাজির হামিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।