দামুড়হুদায় ভেজাল পেট্রোল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে ভেজাল পেট্রোল বিক্রিসহ লাইসেন্স না থাকার অপরাধে আনিসুজ্জামান নামের এক পেট্রোল বিক্রেতার নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সে উকতো গ্রামের ইছাহক আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন সংলগ্ন প্রান্ত অটো নামক দোকানে ভেজাল পেট্রোল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে পুলিশসহ ঘটনাস্থলে যান এবং এক বোতল ভেজাল পেট্রোল জব্দ করেন। এ সময় পেট্রোল বিক্রির লাইসেন্সে দেখা যায় লাইসেন্সের মেয়াদ ২০০৮ সালে শেষ হয়ে গেছে। লাইসেন্সের মেয়াদ না থাকায় এবং ভেজাল পেট্রোল বিক্রির অপরাধে পেট্রোল বিক্রেতার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষরণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই আব্দুল হাকিম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।