দামুড়হুদায় বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষক কর্মচারীদের ৮ম জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্তকরণের দাবিতে মানববন্

???????????????????????????????

ধন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষক কর্মচারীদের শর্তহীনভাবে ৮ম জাতীয় পে-স্কেলে অর্ন্তভূক্তকরণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এ সংক্রান্তে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের চৌরাস্তার মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতি ঐক্যজোটের সমন্বয়কারী শেখ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, অর্থ সম্পাদক মজিবুল হক, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী সুপার জয়নাল আবেদীন ও শিক্ষক আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন শিক্ষক ফারুক আহম্মেদ, আব্দুল লতিফ, ইব্রাহিম হোসেন, বাসুদেব হালদার, এমদাদুল হক, রফিকুল ইসলাম, আইস উদ্দিন, বজলুর রহমানসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।