দামুড়হুদায় বিদ্যুতের তার ছিড়ে দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ তিনজন রক্তাক্ত জখম

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চন্ডিপুর গ্রামে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের সাইড লাইন নেয়া তার ছিড়ে দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ তিন গুরুতর আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় গতকাল রাতেই একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দীন মোহাম্মদের ছেলে নুহুনবী (৪৫) নিজ বাড়িতে বিদ্যুত সংযোগ না থাকায় প্রতিবেশী আইনালের বাড়ি থেকে অপর প্রতিবেশী ফারুকের বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের সাইড লাইন নেন। বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার নেয়ার কারণ ওই তার ছিড়ে দেয় ফারুকের ছোট ভাই ফরহাদ। গতকাল বিকেল ৫টার দিকে তার ছিড়ে দেয়ার কারণ জিজ্ঞাসা করতে গেলে নুহুনবীর ছোট ভাই ফটিকের সাথে ফারুকের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিরাজুলের ছেলে ফারুক (২০), প্রতিবেশী ছালাম (২২) ও নজুর ছেলে বিল্লাল (১৯) ধারালো হেঁসো দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফটিককে (৩৫) রক্তাক্ত জখম করে। আহত ফটিককে উদ্ধার করতে ফটিকের স্ত্রী কল্পনা (৩০) ও নুহুর স্ত্রী মমতাজ বেগম (৪০) এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত ৩ জনের মধ্যে মমতাজের অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। এ ঘটনায় নুহুনবী বাদী হয়ে গতকাল রাতেই তিনজনকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।