দামুড়হুদায় বিজয় দিবসের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০১৭ যথাযথ মর্যদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহ-সভাপতি রবিউল হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) আছির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ। সভায় উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকল উপ-কমিটিকে পৃথকভাবে সভা আহ্বান করা এবং ১৪ ডিসেম্বর সকাল ৯টায় দামুড়হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজের প্রস্তুতি মহড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ ডিসেম্বর কুচকাওয়াজের প্রস্তুতি মহড়ায় যে সকল প্রতিষ্ঠান অংশ নিবে শুধুমাত্র ওই সকল প্রতিষ্ঠানই ১৬ ডিসেম্বর মুল কুচকাওয়াজে অংশ নিতে পারবে। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজির হামিদুল ইসলাম, সিএ জহিরুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।