দামুড়হুদায় বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খাঁনকে ফুলেল সংবর্ধনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান খাঁন বাবুকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে দামুড়হুদা বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান খাঁন বাবু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনেয়ার হোসেন খাঁন খোকন, দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, সীমান্ত ইউপি চেয়ারম্যান যুবদল নেতা মঈন উদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল হক বিপ্লব, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শাসসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আজিম খাঁন, যুবদল নেতা একরামুল মেম্বার, মাসুদ মেম্বার, টিটন, কবির, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, সুবজ, জনি, রানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহামুদ হাসান খাঁন বাবু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। বর্তমান সরকার গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। কিন্ত এভাবে আর বেশীদিন থাকতে পারবে না। আপনারা অনেক ধর্য্য ধরেছেন। আরও একটু ধর্য্য ধরুন। যারা রাজপথে থেকে লড়াই সংগ্রাম করছেন তাদের জন্য সামনেই সুদিন আসছে।