দামুড়হুদায় প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন

দামুড়হুদা অফিস: দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-২ আসনের অন্তর্ভূক্ত দামুড়হুদার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার নির্বাচনী এলাকা, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রের প্রধান হিসেবে দেখভালের জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিস বা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির পদমর্যাদা সম্পন্ন তবে ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাও হতে পারেন এমন একজনকে প্রিসাইডিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। সে হিসাবে এ উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রের জন্য ৭৭ জন প্রিসাইডিং অফিসার ও ওইসব প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদার মোট ৫২৬ জন কর্মকর্তাকে সহকারি প্রিসাইডিং অফিসার নিযুক্ত করা হয়েছে। এসব প্রিসাইডিং অফিসারদেরকে সোমবার দিনব্যাপি উপজেলা অডিটরিয়ামহলে প্রশিক্ষণ দেন, জেলা প্রশাসক রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ও সহকারী রিটার্নিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান। ৭৭ টি ভোটকেন্দ্রে মোট ৫০১ টি ভোটকক্ষের ব্যবস্থা করা হয়েছে। এসব ভোটকক্ষের জন্য প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী ও শিক্ষকদের সম্মনয়ে ১০১২ জনকে পোলিং অফিসার হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে। এ সকল পোলিং অফিসারদেরকে গতকাল মঙ্গলবার দিনব্যাপি প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফরিদুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ।