দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই তদন্ত কমিটি গঠন করেন। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে আহ্বায়ক এবং ইউআরসির ইন্সট্রাক্টর জামাল হোসেন ও সহকারী ইপজেলা শিক্ষা অফিসার হুমায়ন কবিরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার এক শ্রেণির কুচক্রীমহল ইংরেজি ও গনিত পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস করে। যা উপজেলার দর্শনার বিভিন্ন ফটোকপির দোকানে পাওয়া যায়। বিষয়টি জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) উপপরিচালক জাফর ইকবাল জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসারকে ইমেল করে জানান। তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত না করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাফিলতি করেন। পরে বিষয়টি ব্যাপক আকারে জানাজানি হয়ে পড়লে বিষয়টি তদন্তের জন্য দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসারকে পাঠান। এরপর তিনি আর এ বিষয়ে কোনো খোঁজখবর নেননি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা জানার পরও নেয়া হয় রোববারের পূর্ব নির্ধারিত ইংরেজি পরীক্ষা। এ নিয়ে পুরো জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি সন্ধ্যায় গতকাল সোমবারের গণিত পরীক্ষা স্থগিত করেন এবং রোববারে অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা বাতিল করা হবে বলে জানালেও তা বাতিল করা হয়নি বলে এলাকার ভুক্তভোগী অভিভাবকরা জানিয়েছেন।