দামুড়হুদায় প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচি উপলক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় জরিপকৃত প্রতিবন্ধীদের ডাক্তারকর্তৃক শনাক্তকরণ ছবিতোলা, ডাটাএন্টি কার্যক্রম ইউনিয়ন ওয়ারি আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বলে জানা যায়।

জানা গেছে, ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জুড়ানপুর ইউনিয়ন, ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি নতিপোতা ইউনিয়ন, ২৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ কার্পাসডাঙ্গা ইউনিয়ন, ৪ মার্চ থেকে ৯ মার্চ কুড়ুলগাছি ইউনিয়ন, ১০ থেকে ১১ মার্চ পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন, ১২ থেকে ১৬ মার্চ দর্শনা পৌরসভা, ১৮ থেকে ২০ মার্চ হাউলী ইউনিয়ন ও ২৩ থেকে ২৭ মার্চ দামুড়হুদা ইউনিয়ন প্রতিবন্ধীদের ডাক্তারকর্তৃক শনাক্তকরণ ছবিতোলা, ডাটাএন্টি কার্যক্রম পরিচালিত হবে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে সমাজসেবা কার্যলয়ে অনুষ্ঠিত সভায় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান মিজান, সততার নির্বাহী পরিচালক নুরুন্নবী, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান, মৌচাকের সমন্বয়কারী সাইফুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলীম উদ্দীন প্রমুখ।