দামুড়হুদায় পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশ প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৮টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসির কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জগবন্ধু ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। সভায় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মাতৃ মন্দির পূজামণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী বাবুল বিশ্বাস, পারকৃষ্ণপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী মঙ্গল চন্দ্র, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র বিশ্বাস, বিষ্ণুপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী প্রশান্ত কুমার কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কর্মকার, ডুগডুগী পূজামণ্ডপের সভাপতি শ্রী আনন্দ ঘোষ, সাধারণ সম্পাদক বকুল কর্মকার, ছুটিপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী মিলন চন্দ্র, জয়রামপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী দিলীপ কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দাস, দামুড়হুদা দাসপাড়া পূজামণ্ডপের সভাপতি শ্রী রঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী কর্ত্তিক কুমার দাস, পূড়াপাড়া পূজামণ্ডপের সভাপতি শ্রী সুদীপ্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার পাল, জগন্নাথপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী দেবপ্রিয় প্রামানিক, সাধারণ সম্পাদক শ্রি পরিতোষ কুমার, চণ্ডিপুর পূজামণ্ডপের সভাপতি শ্রী নরেন্দ্রনাথ হালদার, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন হালদার, দর্শনা পুরাতন বাজার পূজামণ্ডপের সভাপতি শ্রী অরবিন্দু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী অনন্ত সান্তারা, দর্শনা কেরুজ পূজামণ্ডপের সভাপতি শ্রী অজয় কুমার, সাধারণ সম্পাদক শ্রী সুখেন্দ্র কুমার ঘোষ, চিৎলা পূজামণ্ডপের সভাপতি শ্রী জয়দেব হালদার, সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুপদ হালদার, কালিয়াবকরি পূজামণ্ডপের সভাপতি শ্রী আনন্দ হালদার, সাধারণ সম্পাদক শ্রী জিতেন হালদার, দর্শনা কালিদাসপুর বাগদিপাড়া পূজামণ্ডপের সভাপতি শ্রী বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী গোপাল বিশ্বাস, দর্শনা কালিদাসপুর দাসপাড়া পূজামণ্ডপের সভাপতি শ্রী চিত্তরঞ্জণ দাস, সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র দাস, দর্শনা আমতলা পূজামণ্ডপের সভাপতি শ্রী সুরেশ কুমার, সাধারন সম্পাদক শ্রী রতন কুমার, কার্পাসডাঙ্গা পূজামণ্ডপের সভাপতি শ্রী রঘুনাথ পাল, সাধারণ সম্পাদক শ্রী স্বাধীন হালদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুজ্জামান বলেন, আপনারা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উৎসব পালন করতে পারেন তার সব ব্যবস্থা করা হবে। প্রতিটি পূজামণ্ডপে একজন করে পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।