দামুড়হুদায় পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে ভ্রাম্যমাণ আদালত : ৪ ব্যবসায়ীর জরিমানা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ধান, চাল, আটাসহ বিভিন্ন পণ্যের বাজারজাতকরণে পাটের তৈরি মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে দামুড়হুদা তহবাজারের চালব্যবসায়ী ছানোয়ার হোসেনের আড়াই হাজার, অপর চালব্যবসায়ী আবু জাফর মানিকের ১ হাজার, আ. ওহাবের ১ হাজার এবং মুদিদোকানি শাহাবুলের এক হাজার টাকা মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা দামুড়হুদা তহবাজারের চালপট্টিতে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির হারুন অর রশিদ ও অফিস সহায়ক আহসান হাবিব।