দামুড়হুদায় দু দিনব্যাপী শিশুমেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর = শিশুদের জন্য পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দু দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমপি আলী আজগার টগরের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে দামুড়হুদা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একটা সময় ছিলো যখন অনেক শিশুই পুষ্টিহীনতায় ভুগতো। কিন্তু বর্তমান সরকারের সুপরিকল্পিত স্বাস্থ্যনীতির কারণে এখন আর কোনো শিশুই অপুষ্টিতে ভোগে না। আজকের শিশুদের দেশপ্রেমে উদ্বুব্ধ করতে তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং তাদের বসবাসের জন্য এদেশকে একটি সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী রফিকুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন, মেডিকেল টেনোলজিস্ট মো. হামীম হাসান জোয়ার্দ্দার, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামূল করিম ইনু, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা, আব্দুস সালাম ভূট্টু, আশরাফুল আলম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি এমপি আলী আজগার টগর মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টল পরিদর্শন করেন। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।