দামুড়হুদায় দুস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত সেলাই মেশিন দেয়া হয়েছে কোটিপতির মেয়েকে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় সরকারি সেলাই মেশিনগুলো দুস্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত হলেও দেয়া হয়েছে কোটিপতি ইউপি সদস্যের মেয়েকে। বিষয়টির সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগি এলাকাবাসি।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় ১০টি সরকারি সেলাই মেশিন প্রশিক্ষিত দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ আসে। সরকারি ওই সেলাই মেশিন প্রশিক্ষিত দুস্থ মহিলাদের মাঝে বিতরণের কথা থাকলেও তা না করে দেয়া হয়েছে নতিপোতা ইউপির ৪ নং ওয়ার্ডের কোটিপতি ইউপি সদস্য আমিরুল ইসলাম ঠাণ্ডুর বিবাহিত মেয়ে শাপলা খাতুনকে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার ভুক্তভোগিমহল বলেছে, ইউপি সদস্য ঠাণ্ডুর মেয়ে শাপলার বিয়ে হয়েছে বিষ্ণুপুরে। তার স্বামী বিদেশ (সৌদি প্রবাসী) থাকে। এ ঘটনায় তীব্র নিন্দাসহ ইউপি সদস্যকে ধিক্কার জানিয়েছেন এলাকার সচেতনমহল।