দামুড়হুদায় দুই প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীকে ডিম খাওয়ানো কর্মসূচি অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ৭ শতাধিক শিশু শিক্ষার্থীদেরকে ডিম খাওয়ানো হয়েছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিশু শিক্ষার্থীদেরকে ডিম খাওয়ানো হয়। এছাড়াও বেলা সাড়ে ১২টায় পুরাতন হাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯০জন শিশু শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার তাজকির আহমেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, ছাত্রলীগ নেতা হাতেম আলী, জাকির হোসেন প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াইশ’ শিশু শিক্ষার্থীকে দুধ/দুগ্ধজাত খাবার খাওয়ানো হয়।