দামুড়হুদায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা রক্তাক্ত জখম

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ায় তুচ্ছ বিষয় নিয়ে ছোট ভাই ইসমাইলের সাথে বড় ভাই দ্বীন মহাম্মদের ঝগড়া বাধে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের ২ ছেলে খালেক (৩০) ও মালেক (২৫) ঘর থেকে দা বের করে চাচা ইসমাইলের (৪০) মাথায় পরপর ৩টি কোপ মারে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী সাবেরা খাতুন (৩৫) তাকে বাঁচানোর জন্য ছুটে গেলে তারা তাকেও লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতরভাবে আহত করে। আহত চাচা ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীরা তাদের দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এ ব্যাপারে গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

প্রতিবেশীসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার বেলাত আলীর ছোট ছেলে ইসমাইল তার বাড়িতে বেড়ার পাশে ভুট্টার ছুবড়া জড়ো করে রাখে। এতে ক্ষিপ্ত হয় বড় ভাই দ্বীন মহাম্মদ। সে ইসমাইলকে বলে তুই বেড়ার পাশে যা কিছু রেখেছিস সব সরিয়েনে। বেড়াটা আমার বাড়ির দিকে হেলে এসেছে। বড় ভায়ের কথা শুনে ইসমাইল তার বাড়ির ভেতর গিয়ে দেখে বেড়াটা হেলে যায়নি। তখন সে প্রতিবেশীদের ডেকে তা দেখালে বড় ভাই দ্বীন মহাম্মদের দু ছেলে খালেক ও মালেক তার ওপর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা বের করে চাচার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে খুব বেশি বুঝে গেছিস। তোকে ওগুলো সরাতে বলা হয়েছে তা না করে তুই লোক ডাকছিস। এ বলে তারা ইসমাইলের মাথায় একটা কোপ মারলে ইসমাইল সেখান থেকে নিজের বাড়িতে পালিয়ে আসে। তার পিছু ধাওয়া করে খালেক ও মালেক তাকে ধরে তার বাড়ির ওপর মাথায় আরো ২টা কোপ মারে। এ সময় ইসমাইল মাটিতে লুটিয়ে পড়ে। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী সাবেরা খাতুন তাকে বাঁচানোর চেষ্টা করলে তারা তাকেও বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে সেও গুরুতরভাবে আহত হয়। এ অবস্থায় প্রতিবেশীরা আহত স্বামী স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে গতকাল রাতেই দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।