দামুড়হুদায় জ্বালানি তেলের সংকট

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ দোকানেই মিলছে না পেট্রোল। আর দামুড়হুদা ফিলিং স্টেশনের পেট্রোলের সাপ্লাই মেশিন কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিছু দোকানে পাওয়া গেলেও তা লিটার প্রতি ১১০ থেকে ১২০ টাকা করে নেয়া হচ্ছে বলে বেশ কয়েকজন মোটরসাইকেলচালক অভিযোগ করেছেন। ১৮ দলীয় জোটের দেশব্যাপি টানা ৬ দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ৫ম দিন গতকাল বুধবার বিকেল থেকে এ সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে দামুড়হুদা ফিলিং স্টেশনের মালিক শাহাজাহান মিয়া জানান, পেট্রোল যা ছিলো সব শেষ আর ডিজেল যা আছে বড়জোর আজকের দিনটা চলবে। অবরোধের কারণে তেল আনতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। দামুড়হুদা বাসস্ট্যান্ডের তেলব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, আমার কাছে কিছু পেট্রোল আছে তবে ডিজেল নেই বললেই চলে। এ অবস্থায় বিশেষ করে ডিজেল সংকটের কারণে চাষিরা পড়েছে মহাবিপাকে।