দামুড়হুদায় জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপকমিটির প্রস্তুতিসভা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান। উপস্থিত ছিলেন জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপকমিটির সদস্য দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ। সভায় জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর মাইকিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দামুড়হুদার চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলটি অনেকদিন ধরে অকেজো : দেখার কেউ নেই
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলটি অনেকদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। টিউবওয়েলটি অকেজো হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের পানীয় জলের অভাব দেখা দিয়েছে অথচ দেখার কেউ নেই। স্কুলের শিক্ষার্থী আছে প্রায় সাড়ে ৪শ’। এরা স্কুলের একমাত্র টিউবওয়েলটি ব্যবহার করে কিন্তু সেটা অকেজো হওয়ায় স্কুলের পাশের বাড়ি থেকে পানি ব্যবহার করছে। স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা জানান টিউবওয়েলটি ১২-১৫ দিন আগে নষ্ট হয়েছে। টিউবওয়েলটি অনেকদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে অথচ স্কুল কর্তৃপক্ষের কোনো নজর নেই ফলে অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মমতাজ খাতুন জানান টিউবওয়েলটি নষ্ট হয়েছে গত তিন দিন আগে। খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। বিষয়টির প্রতি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে অভিভাবক মহল।