দামুড়হুদায় গোপনে বাল্যবিয়ে : প্রশাসনকে ম্যানেজ করার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রশাসন ম্যানেজের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গোপনে বাল্যবিয়ে পড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এক সঙ্ঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। উপজেলার চণ্ডিপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে ঘটক ছাব্দার আলী ওই সঙ্ঘবদ্ধ চক্রের প্রধান হোতা বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের বছির উদ্দিনের ছেলে ঘটক ছাব্দার আলী বেশকিছু দিন ধরে এলাকায় ঘটকালি করে আসছেন। ঘটক ছাব্দার আলী গত ২ জুন চণ্ডিপুর গ্রামের শওকত আলীর নাবালিকা মেয়ে সোনিয়ার সাথে গোপনে একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের মওলার নাবালক ছেলে একরামুলের বাল্যবিয়ে পড়ানোর ব্যবস্থা করে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে প্রশাসনকে ম্যানেজ করার অজুহাতে ওই চতুর ঘটক ছাব্দার আলী ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছে। এলাকাবাসী আরো বলেছে, এ ঘটনায় গ্রাম্য সালিস বৈঠকও হয়েছিলো। কিন্তু ঘটক ছাব্দার আলী প্রভাবশালী হওয়ায় সে সালিস বৈঠক অমান্য করে।