দামুড়হুদায় উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকার ১০টার দিকে উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের প্রকল্প পরিচালক শরীফ মোর্তজা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক (অর্থ) শেখ বদরুল আলম ও চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। রিসোর্স পারসন ছিলেন উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) আনোয়ার হোসেন মৃধা, সহকারি প্রকল্প পরিচালক (অর্থ ও পরি.) ফরিদ আহমেদ। র‌্যাপোটিয়ার ছিলেন প্রকল্প কর্মকর্তা তৌফিক এরফান, আশ্রাফুল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক বলেন, নারী শিক্ষা শতভাগ নিশ্চিত করায় এ প্রকল্পের মূল উদ্দেশ্য। মেয়েরা বাল্যবিয়ের পাশাপাশি ইভটিজিংয়ের শিকার হচ্ছে। তারপরও থেমে নেই মেয়েরা। বর্তমান পরিসংখ্যান দেখলে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অবিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলো। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম।