দামুড়হুদার ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ ১৮ জুলাই

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি এই ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের আগামী ১৮ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। তিনি বলেন,  গত ১৯ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা প্রকাশ পৃর্বক গেজেট প্রকাশিত হয়। এরই আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক সহিদ আব্দুস ছালাম নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণের জন্য গত ২৯ জুন পত্র প্রেরণ করেন। যার স্মারক নং-১৭.০০.১৮৩১.০৩৫.৪৬.০৯৫.১৬-২১৭। সে মোতাবেক দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি এই ৪ ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারদের (পুরুষ ও মহিলা) আগামী ১৮ জুলাই দুপুর ১২টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি নবনির্বাচিত সকল চেয়ারম্যান ও মেম্বারদের যথা সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করাবেন।