দামুড়হুদার হোগলডাঙ্গা মাঠে রসুন চুরির হিঁড়িক

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মাঠে রসুন চুরির হিড়িক পড়েছে। রাত গভীর হলেই সংঘবদ্ধ চোরেরা দরিদ্র কৃষকদের জমির রসুন চুরি করছে।
হোগলডাঙ্গা গ্রাদামুড়হুদার হোগলডাঙ্গা মাঠে রসুন চুরির হিঁড়িক
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মাঠে রসুন চুরির হিড়িক পড়েছে। রাত গভীর হলেই সংঘবদ্ধ চোরেরা দরিদ্র কৃষকদের জমির রসুন চুরি করছে।
হোগলডাঙ্গা গ্রামের খাগড়াগাড়ী মাঠে একই গ্রামের আবুল হোসেন, এসকেন ও হাকিম রসুন চাষ করেছেন। তারা বলেন, প্রায়ই মাঠ থেকে রসুন চুরি হচ্ছে। রসুনের বাজার দর অনেক। আর তাই চোরেরা রসুন চুরি করে গোপনে বিক্রি করছে। গতপরশু রাতে তারা পার্শ্ববর্তী দলকা লক্ষ্মীপুর গ্রামের দুজনকে ওই মাঠে ঘোরা ফেরা করতে দেখেছেন। এদিকে একের পর এক রসুন চুরির ঘটনায় বিপাকে পড়েছেন ওই কৃষকেরা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মের খাগড়াগাড়ী মাঠে একই গ্রামের আবুল হোসেন, এসকেন ও হাকিম রসুন চাষ করেছেন। তারা বলেন, প্রায়ই মাঠ থেকে রসুন চুরি হচ্ছে। রসুনের বাজার দর অনেক। আর তাই চোরেরা রসুন চুরি করে গোপনে বিক্রি করছে। গতপরশু রাতে তারা পার্শ্ববর্তী দলকা লক্ষ্মীপুর গ্রামের দুজনকে ওই মাঠে ঘোরা ফেরা করতে দেখেছেন। এদিকে একের পর এক রসুন চুরির ঘটনায় বিপাকে পড়েছেন ওই কৃষকেরা। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।