দামুড়হুদার লোকনাথপুরে শত্রুতাবশত ৩ বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কর্তন ॥ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে শত্রুতাবশত রাতের আঁধারে ৩ বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কর্তন করা হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লাউচাষি সোহাগ। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। গত বুধবার দিনগত রাতে ওই লাউক্ষেত কর্তন করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মিজানুর হক বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস প্রায় আড়াই মাস আগে গ্রামের চিকনেগাড়ির মাঠে ফায়ার সার্ভিসের পেছনে ৩ বিঘা জমি লিজ নিয়ে এসিআই ময়না জাতের লাউয়ের আবাদ করেন। দিন পনের আগে জমিতে প্রচুর পরিমাণ ফুল ও জালি ধরা শুরু হয়। অল্প কিছু বেচাকেনাও শুরু করা হয়। এরই একপর্যায়ে গত বুধবার দিনগত রাতে পূর্বশত্রুতার জের ধরে ওই তিন বিঘা প্রায় ৩শ ফলন্ত লাউ গাছ কেটে দেয়া হয়। এ ঘটনায় দিশেহরা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লাউ চাষি সোহাগ। লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাম্পান শাহ বলেন, এটি একটি জঘন্য কাজ। কাজটি যেই করে থাকুক না কেন এটা কোনো সুস্থ মানুষের কাজ না। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি সোহাগ বাদী হয়ে গতকাল লোকনাথপুরের খালেকের ছেলে ওহিদ, একই গ্রামের আলমের ছেলে তানজির এবং জসিম ফকিরের ছেলে তালিমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নামে দামুড়হুদা থানায় অভিযোগ দায়ের করেছেন।