দামুড়হুদার বড়বলদিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া ও ফুলবাড়ি সীমান্ত এলাকায় ভারতের অভ্যান্তরে তারকাঁটার বেড়া নির্মাণ, মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিরজমান সমস্যা নিরসনে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বড়বলদিয়া-ফুলবাড়ি সীমান্তের বিপরিতে ভারতের মালোয়া ও মুসলিমপাড়া নামকস্থানের ৮৫ নং মেন পিলারের ৬১ নং সাব পিলার ও ৮৪ নং মেন পিলারের ২৯ নং সাব পিলারের নিকট পৃথক এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ এবং বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র প্রমুখ।।