দামুড়হুদার বড়বলদিয়ায় সচেনতামূলকসভায় ৬ বর্ডার গার্ড পরিচালক আমির মজিদ

 

মানবপাচার মাদক চোরাচালান রোধে সকলকে এগিয়ে আসতে হবে

দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া স্কুলমাঠে গণসচেনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড পরিচালক লে. কর্নেল আমির মজিদ বলেন, চোরাকারবারী, মাদক ও মানবপাচারকারীরা দেশ তথা জাতীর শত্রু। মানবপাচারকারীরা নারী-পুরুষ ও শিশুপাচার করে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করে। চোরাচালানী ও মাদক পাচারকারীরা দেশ ও জাতিকে ধ্বংস করছে। ওই সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজিবিকে বাড়িয়ে দিতে হবে সহায়তার হাত। মনে রাখবেন ওদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে সমাজ হবে কলূষিত মুক্ত। ওদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে। সেক্ষত্রে সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম, হাবিলদার হাবিবুর রহমান হাবিব, আ.লীগ নেতা বরকত আলী, ইউপি সদস্য হযরত আলী, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আসাদুল ইসলাম প্রমুখ।