দামুড়হুদার বাড়াদী-হুদাপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: সীমান্তে মাদক, চোরাচালান, তাঁরকাটা, শিশু ও নারী পাচার রোধসহ দুদেশের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে দামুড়হুদার বাড়াদী-হুদাপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  সকাল ১০টায় ৮১ পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ বাড়াদী ক্যাম্পের নায়েক সুবেদার  আব্দুল বারেক ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ ব্যাটালিয়নে অধীনস্থ বিজয়পুর ক্যাম্প কমান্ডার রমেশ পান্ডে। এদিকে  একই সময়ে হুদাপাড়া সীমান্তের ৯৪/৪ পিলারের নিকট  হাবিলদার হামিদুল ইসলামের নেতৃত্বে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৮১ ব্যাটালিয়নে  অধীনস্থ হাটখোলা ক্যাম্পের এসআই টিবে ঘোষ।