দামুড়হুদার ডুগডুগি’র অদুরে প্রতিদিন বসছে লাখ লাখ টাকার জুয়ার আসর : অনেকে হচ্ছে সর্বস্বান্ত

দামুড়হুদা অফিস: দামুড়হুদার ডুগডুগি পশুহাটের দক্ষিণে অদুরবর্তী মাঠের এক আমবাগানে প্রায় দিনই জমজমাট জুয়ার আসর বসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই জুয়ার আসরে লাখ লাখ টাকার খেলা চলছে। জুয়ার আসরে এসে কেউ কেউ হচ্ছে সর্বস্বান্ত।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগিপশু হাটের অদূরে দক্ষিণ দিকের আমবাগানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জমজমাট জুয়ার আসর। প্রতিদিন এ আসরে জুয়াড়িরা লাখ লাখ টাকার লেনদেন করে। জুয়ার কারণে অনেকেই নসিমন, করিমন, বাইসাইকেল, মোটরসাইকেল, হাতঘড়ি, মোবাইলফোনসহ দামি জিনিসপত্র নামমাত্র টাকার বিনিময়ে বন্ধক দিয়ে থাকে। এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের এ জুয়া খেলার কবল থেকে কোনো ভাবেই ফেরাতে পারছে না। জয়রামপুর চৌধুরীপাড়ার দাউদ গাজী বলেন, তার ছেলে  টেংর আলী ওরফে শহিদুল ইসলাম পেশায় করিমনচালক। সারাদিন করিমন চালিয়ে যা আয় হয়, সুযোগ পেলে তা ডুগডুগির জুয়ার আসরে সাবাড় করে দেয়। ঘরে বউ বাচ্চা না খেয়ে অনাহারে থাকলেও তার কোনো মাথাব্যাথা থাকে না। জুয়ার আসরে রোজগারের একমাত্র সম্বল করিমনটি কয়েকবার বন্ধক দিয়ে জুয়ার আসরে টাকা সাবাড় করছে। বন্ধক দেয়া করিমনটি সুদসহ টাকা দিয়ে তিনবার ছাড়িয়ে এনেও কোনো লাভ হয়নি। তিনি আরও জানান হাউলী ইউনিয়নের হান্নান মেম্বার ওরফে পল্টু, ডুগডুগির সিদ্দিক আলীর ছেলে ফয়েজ এবং জয়রামপুর কাঁঠালবাগান এলাকার মৃত জবেদ বিশ্বাসের নাতি শুকুর আলী এ জুয়ার আসর পরিচালনা করছে। জুয়ার আসরটি বন্ধ করতে তিনি পুলিশসহ প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।