দামুড়হুদার টুকিটাকি স্টোরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর স্কুল বটতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ কমিটির সভাপতি বড়বলদিয়া গ্রামের ইউপি সদস্য হজরত আলীর সভাপতিত্বে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টুকিটাকি সোটরের স্বত্তাধিকারী হাজি মোফাজ্জেল হোসেন তার ব্যক্তিগত অর্থ থেকে ২৫  পরিবারের সদস্যদের মাঝে ২৫ কেজি করে চাল, ২৫ কেজি করে আটা এবং নগদ ৫০০ টাকা করে মোট ১৩ হাজার টাকা নিহত ও আহতদের পরিবারের লোকজনের হাতে তুলে দেন। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি এলাকার বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য সাইফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নাসরিন আক্তার পারুল, ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি গোলাম ফারুক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়ার আলী, শিক্ষক আহসান আলী, শিক্ষক বেল্টু, আবদুল আজিজ, আলমগীর হোসেন, ইকরাম আলী, শিল্পি মশিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে দামুড়হুদার স্কুল বটতলায় সড়ক দুর্ঘটনায় বড়বলদিয়া গ্রামের ১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও ১২ জন শ্রমিক।