দামুড়হুদার জুড়ানপুরে পুলিশিং কমিটির সভায় অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন

 সমাজকে সুন্দর করতে পুলিশিং সেবা বৃদ্ধি করতে হবে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা ও সাধারণ সম্পাদক আবু তালেব। উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই বাবলুর রহমান, এসআই আফজালুর রহমান, এসআই মিজানুর রহমান, আ.লীগ নেতা মখলেছুর রহমান, হাজি কুতুব উদ্দিন, মাহাতাব উদ্দিন, মতিয়ার রহমান মতি, আব্দুল বারী, মনির উদ্দিন, ছাকারদ্দিন মল্লিক, আনছার আলী, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, ইসরাইল হোসেন, নজরুল ইসলাম, ইমরান, সেলিম উদ্দিন, বজলুর রহমান, আ. রশিদ, মশিউর রহমান, শাহিন আলম, জিল্লুর রহমান, জাহিদ হোসেন, ইউপি সদস্য রেজাউল হক, খোকন, আনারুল, লিটন, শামিম, ফজলুর রহমান, রুহুল আমিন, আ.হামিদ, ইউনুচ আলী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত যুবসমাজ তথা সুন্দর সমাজ গড়তে পুলিশিং কমিটিকে জাতি, ধর্ম, বর্ণ ও দলমতের ঊর্ধ্বে থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের পাশাপশি পুলিশিং সেবা বৃদ্ধি করতে হবে।