দামুড়হুদার ছাতিয়ানতলায় ঘর পুড়ে দেয়ার অভিযোগ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ মালামাল পুড়ে গেছে। তবে ঘরের মালিক প্রতিপক্ষ আগুন ধরে দিয়েছে বলে পুলিশে অভিযোগ করেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলার স্কুলপাড়ার মৃত হানেফ আলীর ছেলে আবুল কাশেমের বাড়িতে আগুন ধরে যায়। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই একটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। ঘরসহ প্রায় বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘরের মালিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে একই গ্রামের মোলাম বকসের ছেলে দানিয়েল ও মৃত আলমের ছেলে খলিল পূর্ব শক্রতার জের ধরে ঘরে আগুন ধরে দেয়। অন্যদিকে গ্রামবাসীসহ অভিযুক্ত দানিয়েল ও খলিল জানান কাশেমের বাড়ির মধ্যে বিদ্যুতের একটি পিলার আছে। সেই পিলারটি সরানোর জন্য চালাকি করে আগুন ধরে দিয়েছে সে নিজেই।