দামুড়হুদার ছাতিয়ানতলায় আবারও দুর্বৃত্তদের আনাগোনা : চাঁদা দাবি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ছাতিয়ানতলা গ্রামে আবারও দুর্বৃত্তদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন। দুর্বৃত্তরা ইতোমধ্যেই বেশ কয়েকজনের কাছে মোবাইলফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। রাতের আঁধারে কেড়ে নিয়ে যাচ্ছে নগদ টাকাসহ মোবাইলফোন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি পুলিশ প্রশাসনের কাছেও অভিযোগ করতে ভয় পাচ্ছেন তারা।

ছাতিয়ানতলা গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বার ছাতিয়ানতলা-চারুলিয়া মাঠে ডিপটিউবওয়েল স্থাপন করছেন। ওই ডিপটিউবওয়েল স্থাপন করতে আসা ৫-৬ জন মিস্ত্রিকে গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০/১২ অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ব্যবহৃত ২টি মোবাইলফোন কেড়ে নিয়ে যায়। যাওয়ার সময় বলে যায় কাজ বন্ধ থাকবে। ৩ দিনের মধ্যে আলাউদ্দিন মেম্বারকে ১ লাখ টাকা চাঁদা দিতে বলবি। না হলে তোদের সবাইকে বোমা মেরে উড়িয়ে দেবো। ওই এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছে এলাকাবাসী।