দামুড়হুদার চন্দ্রবাস গ্রাম থেকে চুরি হওয়া ট্রাক্টরের চাকা উদ্ধার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাস গ্রাম থেকে চুরি হওয়া ট্রাক্টরের ৪টি চাকাই উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে নাটুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতান গ্রামেরই অপর ট্রাক্টর মালিকের বাড়ি থেকে উদ্ধার করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ভৈরবনগর পাড়ার মৃত তাহের উদ্দিন মাস্টারের ছেলে হাজি রমজান আলী মাস্টারের ট্রাক্টরের ট্রলির প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৪টি চাকা গত শনিবার রাতে চুরি হয়ে যায়। ট্রাক্টর মালিক রমজান অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি গতকাল সন্ধ্যায় পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে নাটুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতান গতকাল রোববার রাত ১০টার দিকে গ্রামেরই অপর ট্রাক্টর মালিক মৃত সুলতান পণ্ডিতের ছেলে আছের পণ্ডিতের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ওই ৪টি চাকা উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় দুজন থানায় এসে বিষয়টি জানায়। আমি নাটুদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিপু সুলতানকে দেখার বলি। তিনি ওই বাড়ি থেকে ৪টি চাকা উদ্ধার করেছেন। উদ্ধারকৃত চাকাগুলো চুরি হওয়া ওই ৪টি চাকা বলে রমজান দাবি করলেও অভিযুক্ত আছের পণ্ডিত ওই চাকাগুলো ক্রয় করেছেন বলে জানিয়েছেন। বিষয়টির সত্য-মিথ্যা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।