দামুড়হুদার চন্দ্রবাসে সালামের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাসের আব্দুস সালামের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সালামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ফুঁসে উঠেছে। অবশেষ চাঁদাবাজি মামলায় পুলিশের খাঁচায় বন্দি হয়েছে সালাম। সে গ্রেফতার হওয়ায় এলাকায় ফিরে এসেছে স্বস্তি। দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের সুলতান মণ্ডলের ছেলে আছের আলী, রহিম উদ্দিনের ছেলে আলতাফ, খোদাবক্স মণ্ডলের ছেলে আ. রহমান, হযরত আলীর ছেলে ধুলু খা, ফকির আলীর ছেলে বাবর আলী, তাহের আলীর ছেলে রমজান আলী ও নিয়ামত আলীর ছেলে নায়েব আলীসহ অসংখ্য ব্যক্তি অভিন্ন ভাষায় অভিযোগ করে বলেছেন সালাম চাকরি, জমি জায়গা ঠিক করে দেয়াসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতারণামূলকভাবে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। তার কাছে চাইতে গেলে সে প্রাণনাশের হুমকিসহ বোমা মেরে উড়িয়ে দেয়ার ভয় দেখায়। সালাম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার কারণে তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় এলাকাবাসী। সালামের বিরুদ্ধে বোমাবাজ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিষয়টি প্রতি প্রশাসন নজর দেবে বলে এলাকাবাসী জোর দাবি তুলেছে।