দামুড়হুদার কোষাঘাটা থেকে দুটি চোরাই গরু উদ্ধার : চোর সন্দেহে একজনকে আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটা গ্রাম থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গরু চুরির সাথে জড়িত সন্দেহে লেমন (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সে কোষাঘাটা গ্রামের গোলাম রসুলের ছেলে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মনির, এসআই কাইয়ুম ও এএসআই আতিক সঙ্গীয় ফোর্স নিয়ে কোষাঘাটা গ্রামে অভিযান চালিয়ে লেমনের বাড়ি থেকে ওই চোরাই গরু দুটি উদ্ধার করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের গোলাম রসুলের ছেলে লেমন বেশ কিছু দিন ধরে চোরাই গরু কেনাবেচা করে আসছিলো। বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম লেমনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি চোরাই গরুসহ লেমনকে গ্রেফতার করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকার চোরাই গরু কেনাবেচার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তাকে থানা কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে এলাকার কে কে গরু চুরি করে এবং কারা কারা ওই চোরাই গরু বেচাকেনার সাথে জড়িত আছে। উদ্ধারকৃত গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলেও তিনি জানান।