দামুড়হুদার কোমরপুর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান সড়কটি দু বছরেও নির্মাণকাজ শেষ হয়নি

মোস্তাফিজুর রহমান কচি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান সড়কের কাজ দু বছরেরও শেষ হয়নি। ঠিকাদার শামীম ট্রেড করপোরেশন ও উপজেলা প্রকৌশলীর গাফলতির কারণে কাজ সমাপ্ত হচ্ছে না। ফলে জনগণ ভোগান্তির স্বীকার হচ্ছে।

জানা গেছে, ২০১১ সালের ২৫ ডিসেম্বর ১ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। কাজের শুরুতে ঠিকাদার শামীম ট্রেড করপোরেশন প্রভাবশালী ব্যক্তির ভাই হওয়ায় প্রথম থেকেই গড়িমসি শুরু করে। এক পর্যায়ে খোয়া দিয়ে রোলার দিয়ে ডলে দেয়। এরপর আজও ঠিকাদার শামীম ট্রেড করপোরেশন ও উপজেলা প্রকৌশলীর দেখা মেলেনি। বিভিন্নসূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলীর যোগসাজশে শামীম ট্রেড করপোরেশন ৮০ ভাগ টাকা উত্তোলন করে নিয়েছে। উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন জানান, আমরা ওই রাস্তাটি নিয়ে চিন্তিত। কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত ওই ঠিকাদারের নির্মাণাধীন শামীম ট্রেড করপোরেশন কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। লাইন্সেস কালো তালিকায় রাখা হয়েছে। এরই মধ্যে জেলা প্রকৌশলী কার্যালয়ে টেন্ডার বাতিলের জন্য চিঠি দিয়েছি এবং বরাদ্দকৃত টাকার অর্ধেক অংশ জমা রয়েছে। ঠিকাদার আ. রশিদের সাথে মোবাইলফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি। কোমরপুর গ্রামের প্রবীণ ব্যক্তি দিদার আলী খাবলী জানান, দীর্ঘদিন পর রাস্তা হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু অসাধু ঠিকাদারের গাফলিতে ঝুলিয়ে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের দৃষ্টি কামনা করেছে গ্রামবাসী।