দামুড়হুদার কোমরপুরে দরিদ্র কৃষকের এক বিঘা জমির গম নষ্ট

ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুর মাঠে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ফলন্ত গম ঘাসমারা বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার বিকেলে এ জমির গম নষ্ট করে দেয়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় ৪/৫ জনের নামে অভিযোগ দায়ের করেছে গমমালিক।

জানা গেছে, দামুড়হুদার মোক্তারপুর গ্রামের আজিজুল হকের ছেলে দরিদ্র কৃষক তক্কেল আলীর কোমরপুর মেটেল মাঠে এক বিঘা জমিতে গমের আবাদ করে এবং গম ফুলে যায়। এ সময় প্রতিপক্ষরা গোপনে ঘাসমারা বিষ সমস্ত জমিতে ছিটিয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে দেখে সমস্ত জমির গমগাছ মরে গেছে। কৃষক তক্কেল আলী জানান, এ জমি নিয়ে দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের ইকতার আলীর ছেলে ইয়ানবী, ফজাইদের সাথে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারাই বিষ দিয়ে গম গাছ নষ্ট করে দিয়েছে। ক্ষেতের ফসল নষ্ট করে দেয়ায় কৃষক তক্কেল আলী দিশেহারা হয়ে পড়ে।