দামুড়হুদার কুড়ুলগাছি বুইচিতলা সড়কে দিনদুপুরে ৪০টি সরকারি গাছ কর্তন

পাউয়ারলিযোগে নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা কুড়ুলগাছি-বুইচিতলা সড়কের ধারের ৪০ থেকে ৪৫টি গাছ কর্তন করা হয়েছে। দিনদুপুরে পাউয়ারটলিযোগে নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণ আটক করেছে। এ সময় গাছ কর্তনকারীরা কৌশলে পালিয়ে গেছে। সিরাক পরিচয়ে গাছ কাটা হচ্ছে বলে জানানো হলেও তারা কোনো বৈধ অনুমতি দেখাতে পারেনি।

জানা গেছে, দামুড়হুদা কুড়ুলগাছি-বুইচিতলা সড়কে ৩ কিলোমিটার জুড়ে সিরাকের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়। গাছগুলো এখন বেশ বড়। এক শ্রেণির অসাধু ব্যক্তিরা সিরাকের নাম ভাঙিয়ে গত দু দিন ধরে বড়-ছোট মিলে ৪০টি মেহগনি ও বাবলাসহ বিভিন্ন রকমের গাছ কেটে ফেলে। গতকাল মঙ্গলবার কর্তনকৃত গাছ পাউয়াটলিযোগে নিয়ে যাওয়ার সময় জনতা প্রতিরোধ গড়ে তোলে আটকে দেয়। পাউয়ারটলি ভর্তি প্রায় ৫০ হাজার টাকার মূল্যের কাঠগুলো পরে সিরাপের পক্ষ থেকে গাছ কাটার অনুমতির কাগজপত্র দেখাতে না পারায় কাঠগুলো গ্রামবাসী উদ্ধার করে কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। গাছ কাটার বৈধ কাগজপত্র দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।