দামুড়হুদার কুড়ুলগাছি বাজারে ড্রেনের ওপর পাকা দোকানঘর নির্মাণ

কুড়ুলগাছি প্রতিনিধি: কুড়ুলগাছি বাজারে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনের ব্যবস্থা করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী ড্রেন ভরাট করে দোকানঘর নির্মাণ করেছে। এতে বিঘিœত হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা। জলবদ্ধতার শিকার হচ্ছে গ্রামবাসী ও বাজারে ব্যবসায়ীরা।

সরেজমিনে, দেখা গেছে ৩০০ মিটার দীর্ঘ ড্রেনে ভরাট করে দোকানঘর নির্মাণ করেছে আ. রহিম ও আশরাফুল হক। এদের বিরুদ্ধে একাধিকবার স্থানীয় পত্রিকায় লেখা হলেও হয়নি কোনো সুরাহা। এলাকার পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনের ওপর দোকানঘর উচ্ছেদ করে পরিবেশ ফিরিয়ে আনার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা।