দামুড়হুদার কুড়ুলগাছির পোস্ট অফিসের ছাদ ঢালাই কাজে ব্যাপক অনিয়ম : গ্রামবাসীর প্রতিরোধে কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর ৭ লাখ ৮২ হাজার টাকায় নির্মাণ করা হচ্ছে কুড়ুলগাছি ইউনিয়নের পোস্টঅফিস ভবন। এই নির্মাণ কাজের ব্যাপক অনিয়ম উঠেছে। গত শনিবার ঠিকাদার কর্তৃপক্ষ সন্ধ্যার সময় তড়িঘড়ি করে ছাদ ঢালায়ের কাজ করছিলো। এতে গ্রামবাসীর সন্দেহ হলে তারা ছাদে উঠে দেখতে পায় নিম্নমানের রড তাও অনেক ফাঁকা ফাঁকা (সিডিউল অনুসারে নয়), নিম্নমানের বালি, সীমিত সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই করা হচ্ছে। এতে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। প্রতিরোধ করার পূর্বেই কৌশলে ছাদের ঢালাই করে ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। খবর পেয়ে কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনুসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে যান পোস্টঅফিসের নির্মাণকাজ দেখতে এবং স্থানীয়রা দৈনিক মাথাভাঙ্গাকে জানান, পোস্টঅফিসের ছাদ ঢালাই এতো বড় অনিয়ম ইঞ্জিনিয়ার ও ঠিকাদার করতে পারে তার শাস্তি হওয়া উচিত। নির্মাণকাজের ঠিকাদার তোবারক বলেন, একটু ঝামেলার কারণে কাজের অনিয়ম হয়েছে তবে আমি স্থানীয় চেয়ারম্যানকে বলেছি প্রয়োজনে যা যা করার দরকার তা আমি করবো। চুয়াডাঙ্গা জেলা পোস্টঅফিসের পরিদর্শক সাম গোলাম হোসেন বলেন, আমি শুনেছি নির্মাণ কাজের ঢালাই অনিয়ম হয়েছে, তবে ঠিকাদারকে বলেছি সিডিউল অনুপাতে কাজ করতে হবে। এদিকে ডাক বিভাগের খুলনা অঞ্চলের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বিলাস কুমারকে বার বার ফোন দিয়েও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।