দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ইউপি নির্বাচনে চাচা-ভাতিজার ভোটযুদ্ধের লড়াই।

মোস্তাফিজ  কচি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের (আরামডাঙ্গা ও উসমান পুরআংশিক) ২ নং ওয়ার্ডে আপন চাচা-ভাতিজা ভোটযুদ্ধে নেমেছেন।  চাচা ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু বিশ্বাস। ভাতিজা বিল্লাল হোসেন নামধারী যুবলীগকর্মী হিসেবে ভোটের লড়াই শুরু করেছেন। রাত দিন দুজন ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি  চষে বেড়াচ্ছেন তারা। দ্বারে দ্বারে গিয়ে পৃথকভাবে ভোট প্রার্থনা করছেন দুজন।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের প্রয়াত আ.লীগ নেতা মিজানুল হক বিশ্বাসের ছোট ছেলে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু বিশ্বাস ও তার মেজ ভাই বদিয়ার রহমানের ছেলে যুবলীগ পরিচয় ধারী বিল্লাল হোসেন। এরা দুজন ওয়ার্ডের বেশ পরিচিত মুখ এবং দুজনে মাংস বিক্রেতা। ওয়ার্ডে সকলের সমর্থন পাওয়ার জন্য ছুটে যাচ্ছে এবং কাছে টানার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছেন। চাচা-ভাতিজা  একই জায়গায় বসবাস করলেও ভোটের ব্যাপারে আপসহীন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দুজন। চাচা রেজাউল করিম মিন্টু বিশ্বাসের প্রতীক (ফুটবল), ভাতিজা বিল্লাল হোসেনের  (টিউওবয়েল) মার্কার পোস্টার গোটা ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত ছেয়ে গেছে।  ৫ম ধাপে আগামী ২৮ মে শনিবার অনুষ্ঠেয় নির্বাচনে চাচা-ভাতিজা কোন অবস্থানে যাবেন দেখার প্রতিক্ষায় রয়েছেন ওয়ার্ডবাসী।