দামুড়হুদার কার্পাসডাঙ্গা গীর্জায় ডাকাতির ২ মাস অতিবাহিত : উদ্ধার হয়নি কোনো মালামাল : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা:  দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ডাকাতির ঘটনার ২ মাস অতিবাহিত হয়েছে। চিহ্নিত ২ ডাকাত ধরা পড়লেও উদ্ধার হয়নি কোনো মালামাল। তথ্য পাওয়ার আর কেউ গ্রেফতার বা মালামাল উদ্ধার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

গত ৬ ফেব্রুয়ারি দিনগত রাতে কার্পাসডাঙ্গা রোমান ক্যাথলিক গীর্জায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা এলাকায় শুরু হয় তোলপাড়। পুলিশ অভিযান চালিয়ে ২ ডাকাত সদস্য আব্দুল হামিদ ও মিনারুলকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের তালিকায় বেশ কয়েকজন চিহ্নিত আলোচিত ও সমালোচিত ব্যক্তিদের নাম থাকার পরও বাকি ডাকাত সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পারেনি। অভিযোগ উঠেছে পুলিশ একটু তৎপর হলেই মালামাল উদ্ধার ও বাকি ডাকাত সদস্যদের গ্রেফতার করা সম্ভব হবে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার সুনজর দেবেন বলে এলাকাবাসীর দাবি।