দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অহরহ ঘটছে চুরি ডাকাতি ও চাদাদাবীর ঘটনা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় দিনদিন আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। চোর, ডাকাত ও চাদাবাজচক্রের অত্যাচারে চরমভাবে আতঙ্কে রয়েছে ইউনিয়নবাসী। প্রায় প্রতিরাতেই ঘটছে চুরি ও ডাকাতির ঘটনা। মোবাইলফোনে চাঁদাদাবির ঘটনাও ঘটছে অহরহ। অভিযোগে জানা গেছে, গত ২ সপ্তাহের ব্যবধানে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের বায়েজিত স্টোর, বাঘাডাঙ্গার ইস্রাফিলের বাড়ি, কুড়ুলগাছির দুর্গাপুর মেহের কুটির, ধান্যঘরার আবু মিয়ার বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া কালাচাঁদ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অজ্ঞাত স্থান থেকে মোবাইলফোনে বদরুল ইসলাম ডেন্টুর কাছে ৫ লাখ টাকা ও খোকন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সুবুলপুরের বাবুর কাছে মোবাইলফোনে ১ লাখ টাকা চাঁদাদাবি করা হয়েছে। চাঁদাবাজ ও ডাকাতদলের সদস্যদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে এলাকাবাসী।