দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আর্সেনিকোসিস রোগীদের চিকিৎসায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: গতকাল রোববার দুপুর ১২টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর গ্রামে আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীদের জন্য একদিনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এনজিও ফোরাম ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এবং রিসোর আয়োজনে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প থেকে বিনামূল্যে আর্সেনিকোসিস রোগী শনাক্তকরণ, ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুজ্জামান নুপুর। চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এনজিও ফোরাম যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ঢাকা অফিসের বিশেষজ্ঞ চিকিৎসক (ইপিডিমিওলজিস্ট) ডা. ওয়াকার মোহাম্মদ নুর। চিকিৎসাসেবায় সহায়তা করেন আর্সেনিকোসিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হেলথ প্র্যাকটিশনার আক্তাদির রহমান। ক্যাম্পে উপস্থিত থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করেন রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম, ইউনিয়ন এক্সটেনশন ওয়ার্কার নাঈম ও আনছার আলী। উল্লেখ্য গত দু সপ্তাহে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে মোট ৭টি হেল্থ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৬৬ জনের শরীরে আর্সেনিকোসিস রোগ শনাক্ত করা হয়েছে এবং সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।