দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জমে ওঠেনি ঈদের বাজার : ব্যবসায়ীমহল হতাশ

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: কয়েকদিন বাকি থাকলেও দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জমে ওঠেনি আজও ঈদের বাজার। দোকানিরা নানান রকম পশড়া সাজিয়ে বসলেও দেখা মিলছে না ক্রেতার। অলস সময় কাটছে দোকানিদের। ব্যবসায়ীমহলে বিরাজ করছে হতাশা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এ খুশিকে রঙিন করে তুলতে বাজারে পড়ে যায় কেনাকাটার ধুম। কিন্তু দামুড়হুদা কার্পাসডাঙ্গা বাজারে একেবারে বিকিকিনি নেই। গার্মেন্টস, ক্লথস্টোর, স্টেশরানিসহ বিভিন্ন দোকানে দোকানিরা নানান পণ্যের পশড়া সাজিয়ে বসেছেন। কিন্তু কোনো ক্রেতা নেই। কয়েকদিন বাকি থাকলেও একেবারে ঝিমিয়ে রয়েছে ঈদের বাজার। ঐতিহ্যবাহী কার্পাসডাঙ্গা বাজারে এ সময় জমে ওঠে ঈদ বাজার। এবার ঈদের বাজার জমে না ওঠার কারণ হিসেবে অনেকে বলেছে, এলাকার মানুষের আর্থিক দৈন্যতার কারণে এমনটি হচ্ছে। ইংরেজ ভ্যারাইটিজ স্টোরের সত্বাধিকারী মো. আজিজুল হক জানান, বেচা-কেনার আশায় অনেক মালামাল বাইরে থেকে ক্রয় করে এনেছি। কিন্তু একেবারে বেচা-কেনা নেই। জুতাব্যবসায়ী আব্দুস সালাম বিশ্বাস জানান, প্রতি বছরে এ সময় ধুম পড়ে যায়। কিন্তু এবার কোনো বেচা-কেনা হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবো।