দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ৯ মেম্বারের অভিযোগ

দর্শনা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ৯ ইউপি মেম্বার এ অভিযোগ করে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইউপি সদস্য আলী আহম্মদ, আলমগীর হোসেন, সবুর আলী, লিয়াকত আলী, সুলতান মল্লিক, আয়ুব আলী, রোকেয়া বেগম, কোহিনুর বেগম, রহিমা খাতুনের অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান আবুল কাশেম নিজের খেয়ালখুশি মতো পরিষদ পরিচালনা করে থাকেন। ইউনিয়নের প্রায় সকল সদস্যের সাথে তিনি অহরহ অসৎ ও মারমুখি আচরণ করেন। দলের নেতাকর্মীদের প্রভাব খাটিয়ে ইচ্ছে মতো প্রকল্পের কার্যক্রম নিজেই করে থাকেন। কোনো সদস্যকে তিনি সাথে নিলেও তাকে বিভিন্নভাবে নাজেহাল করে থাকেন আবুল কাশেম। ভিজিএফ কার্ডসহ ইউনিয়নের বরাদ্দকৃত সকল সুবিধার ক্ষেত্রে চরমভাবে দলীয়করণের অভিযোগের যেন অন্তনেই চেয়ারম্যান কাশেমের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এতোদিন কেউ মুখ খুলতে সাহস না পাওয়া দিনদিন তার অত্যাচার বেড়েই চলছে। অভিযোগ খতিয়ে দেখে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রসাশকের দৃষ্টি আকর্ষণ করছেন অভিযোগকারী ইউপি সদস্যরা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।