দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ ছাতা মেরামত কারিগররা পার করছেন ব্যস্ত সময়

মোস্তাফিজ কচি: শ্রাবণের বর্ষনে কদর বেড়েছে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মরসুমি ছাতা মেরামতের কারিগরদের। বছরের অন্যান্য সময়গুলোতে দিনমজুরে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করলেও শ্রাবণ মাসে বর্ষার সময় ছাতা মেরামত করে জীবন জীবিকা নির্বাহ করে তারা। অভাব যেনো তাদের পিছু ছাড়েনা তারপরও বৃষ্টি এলেই চোখে মুখে আনন্দের ছাপ ফুটে উঠে তাদের। সরজমিনে ঘুরে দেখা যায় গোটা দামুড়হুদা উপজেলার গ্রামগঞ্জের হাট বাজারের দোকানগুলির সামনে বসে ছাতা মেরামতের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দিনভর হরেক রকমের ভাঙা ছাতা মেরামত করছে কারিগররা। আর কাজ বুঝে প্রতিটি ছাতা মেরামত করতে ১শ  থেকে ৫০ টাকা নিচ্ছেন কারিগররা। কাজের মধ্যে চা বিরতি দেয়ার সময় যোনো নেই কারিগরদের। বর্ষার হাত থেকে স্বস্থি পেতে বর্ষায় ছাতা মেরামত করতে যেনো ভুলছেনা কেউ। ছাতা মেরামত করতে আসা কার্পাসডাঙ্গা বাসিন্দা খোরসেদ মিয়া জানান, একটি ভালো ছাতা ক্রয় করতে ২৫০-৩৫০ টাকা প্রয়োজন হয়। এর চেয়ে এই বর্ষা থেকে একটু রক্ষা পেতে পুরানো ছাতাটি মেরামত করে নিলেই চলে। এখনকার যে ছাতা, সবে মাত্র ১ মাস হলো কিনেছি, এখনই মেরামত করতে আসা লাগলো। দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের  থান্যঘরা গ্রামের মরসুমি কারিগর আবুল কাশেমের সাথে আলাপকালে তিনি জানান, বছরের অন্যান সময়  তেমন কাজ থাকে না। দিনমজুরী করে কোনো রকমে পেট চালায়। শুধুমাত্র বর্ষার অপেক্ষায় থাকি। বর্ষা এলেই বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়ি ছাতা মেরামতের জন্য। আর বর্ষা এলেই আমাদের আয়ও বহুগুণে বেড়ে যায়।