দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফার্নিচার দোকানসহ ৩ দোকান ভাঙচুরের অভিযোগ

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিরোধপূর্ণ জমিতে দোকান থাকায় প্রতিপক্ষরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দোকান ভাঙচুরের ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে উসমান আলী  কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে ক্রয়কৃত ১২ শতক জমিতে থাকা কাঠের ফার্নিচারের দোকানসহ ৩টি পাকা দোকান ভাঙচুর করেছে একই গ্রামের কলোনিপাড়ার নেজাম উদ্দীনের ছেলে প্রভাবশালী খলিলের নেতৃত্বে মহাসিন, ইজানুর, মনিরুল ও আব্দুল হামিদ। এরা দেশি অস্ত্রসস্ত্র নিঙে ফার্নিচারের দোকানসহ  ৩টি দোকান ভাঙচুর করে। দোকানে থাকা ফার্নিচারের যাবতীয় মালামাল নিয়ে যায়। এদিকে খলিলের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন বেদখলে ছিলো।  ওই জমির যাবতীয়  কাগজপত্র রয়েছে। তিনি ভাঙচুরের কথা অস্বীকার করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় উসমান আলী বাদী হয়ে খলিলসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।